চলতে চলতে হঠাৎ
ভয়ে অভয়ে চোখটি বাঁধি নিজের,
আড়াল হই চোখের ভিতরে!
আমিও নীরবে হেঁটে চলি,
জানো অরুণিমা?
শুধু উড়ে চলে বাষ্পের ট্রেন, ছুটে চলে দূরের ওই গ্রহটি তোমার মতোন!!