হৃদয়ে মোর বাজিলো শব্দরথ ব্যাকরণ নাহি মানিয়া।
শুদ্ধ তব ফাগুনে বাংলার একুশে
বুলেটে মাতাল দামাল নিল বক্ষ পাতিয়া!
আহা একুশে অমর একুশে বাহান্নের তরে।
মহা ফাগুন জ্বেলেছে আগুন বিস্ময়ের সুরে!
আজি এ ভাষা জানে কুয়াশা কত রক্তে রাঙা ইতিবৃত্তের পাতা।
সেথা সেই ক্ষণে মাতৃনয়নে ভক্তিতে কাঙাল প্রেম দেখেছিল ভ্রাতা!
হলে উদয়ন হবে অস্তাচল, রেখো মন সারাটাক্ষণ  শহিদ স্মরণের তরে।
যারা ভালোবেসে সপেছিল প্রাণ এনেছিল ভাষা অ আ ক খ  অক্ষরে!!