চলতে চলতে ঝাঁকুনি বোধ হচ্ছে,
কে যেনো থামিয়ে দিচ্ছে শরীর।বারংবার মিথ্যে হাসিতে ঢাকতে হচ্ছে সংকট!
ফিরে তাকানো আত্মহনন,
একেকটা বিট ভুলতে ভুলতে বিলীন হতে চলেছি!

ঈশ্বর কি ভাবছেন? তা ভাবছি নাহ্!
আজ অথবা কাল শরীরের একেকটা রক্তকণিকা পুড়তে পুড়তে হাওয়া হয়ে যাবে
অথচ থ্রিলার ধাঁচে ভর করে চলছি!

ইচ্ছে হচ্ছে না ঘুরে দাঁড়াবার অথবা বসন্তের
রঙিন ফ্রেমে দাগ কেটে যাবার।
কত যুগ বয়ে বয়ে ক্লান্ত  পিপীলিকা
দম ফুরিয়ে পাদুকার নিচে ,
এই তো মৃত্যুকে পরম যত্নে লালন করার ইচ্ছে
বোধহয় মরতে চলেছে!