আমি স্বাধীন দেশের কথা বলছি!
আমি পরাধীনতার ডোরে বাঁধা হিমকন্যার কথা বলছি! আমি প্রশ্ন ছুড়ছি কিছু-
খেলনা পিস্তলের ট্রিগারে তর্জনী চেপে পুলিশ- পুলিশ খেলা শিশুটি যখন নির্যাতিত হয়, তখনো পুলিশ চুপ করে থাকে কেনো? কেনো আইন বোবা হয়ে সাজঘরে পরে রয়?
তবে কি দেশটা আমার মা-বোনের নয়?

আমি বাসস্টপে দাঁড়িয়ে থাকা পথ শিশুটির কথা বলছি!
ধনীদের খাবারে তাকিয়ে থাকা এক হা-হুতাসে শিশুর কথা বলছি! আমি প্রশ্ন ছুড়ছি কিছু-
দামি দামি খাবারে তোমাদের হাত উঠে ,মনুষ্যত্বের হাত কোথায় লুকিয়ে রয়?
‌কেনো দালানে দালানে তোমাদের বাবু সোনা খেলা করে,পথ শিশু শুধু মুখ চেয়ে রয়?
তবে কি দেশটা বোকা সোকা খোকাদের নয়?

আমি বৃদ্ধাশ্রমের বারান্দায় অপলক তাকিয়ে থাকা এক মায়ের কথা বলছি!
আমি পথের ধারে দু'মুঠো ধুলো লেগে থাকা প্রিয় বাবার কথা বলছি! আমি প্রশ্ন ছুড়ছি কিছু-
চেতনার বেলা শেষে তুলতুলে আঙুলের সন্তান আজ তুমি কোথায়?
ভারি ভারি দালানে তোমার আশ্রয় অথচ তারা কেনো অবহেলিত অনাহারে পরে রয়?
তোমার শরীরে বহমান রক্তের চিহ্ন শুধুই সন্তান,
এই কি তোমার পরিচয়?