যুগে যুগে ভালোবেসে পোড়াবো তোমার শরীর
উড়াবো উত্তাল হাওয়া,উড়াল পথের মধ্যসিঁড়ি!
একটা সেলাই বিহীন ভালোবাসা গুজে দেবো
তোমার বুকের মধ্যেখানে,
জুড়ে দেবো সাত জনমের হা-হুতাশ!

তুমি চুপসে যাবে,ডুবতে যাবে
ডুবতে ডুবতে নরক হবে আমার আঙিনা।
তখন বোধহয় মাতাল হবো,বিভোর হবো নতুন ভোরে!

যুগান্তরে কোথাও কোথাও‌ থেকে যাবে
আবার আমার দুঃখ হবে
তুমি ঝঞ্ঝাট বিদায় নেবে না তখনও!

আবার আমার তাসের ঘরে বাঁশের খুঁটি
গলার স্বরে মিহিন জাদু বদলে যাবে
উন্মাদ হবো প্রচন্ড,গৌরীপুরের ইষ্টিশনে!

দেখতে এসো,আসবেই তো
পুরোনো হাসি নতুন করে নতুন হবে
একের বদল তিন হবে!
আবার আমার দুঃখ হবে প্রচন্ড!!