মম মন কুজ্ঞবনে পুজ্ঞীত আশা
শাখে শাখে মন পাখি বেধে চলে বাসা!
নিত্য অবগাহি সুখ দুঃখ  বিরহ অশ্রুহাসিতে
বাস্তব স্রোতে জীবন তরী চলে ভাসিতে ভাসিতে!
জীবন শাখায় আশা, স্বপ্নের কত ফুল ফোটে
পরিপূর্ণ রূপ লাভ ক,টির কপালে জোটে!
প্রতিকূল ঝজ্ঞায় ঝরে পড়ে কত স্বপ্নের পাখা
মনে হয় স্বপ্নের রঙ্গে জীবন যেন কল্পনায় মাখা!
জীবনের আকা বাকা দুর্গম পথে
কষ্টানলে ছুটে চলি কত্যের রথে!
কত প্রাণ ঝরে পড়ে অকালে পথে
পৃথিবী ছুটে চলে তার চলমান রথে!
অকাল বিদায় তার বেদনার সুর হয়ে বাজে
মর্মাহত ধূসর পান্ডূ হৃদয়ের মাঝে!
একে একে সকলের চলে যেতে হবে
স্বপ্নের সংসার, আশা সবই পড়ে রবে!
অনাদি কালের ক্ষণকাল ছিনু  এই ভবে
ভূলে যাবে কালের স্রোতে একদিন সবে!
সত্য জেনে তবু হৃদয় না চায় যেতে!
রয়ে যেতে চায় মর্তে বিরহ আনন্দে মেতে!
ক, দিনের অতিথি এসেছি ভবে
মায়ার জালে বেধে আবার চলে যেতে হবে!
চাই না যেতে  আমি এ বাধন ছিড়ে
রয়ে যেতে চাই আপনার ভালবাসার নীডে!
মোহ মোর ধরণীর রূপে অন্ধ মুগ্ধ ময়ূর
বাচিতে চায় হাজার বছর খুলে স্বপ্নের দোর!
চাইলে কি বাচা যায় সুন্দর ভবে
কত রাজা, মহারাজা চলে গেছে যবে!
ভাবি যব, আমার অস্তিত্ব রবে না এই ভবে
বুক ভাঙ্গা কান্নায় রুধির ঝরে নিরবে!
নিয়তী যে দিন টেনে দেবে জীবনের যবনি রেখা
কোন দিন হবে না আর আপনার সাথে দেখা!
পৃথিবীর রুপ রস দেখিতে পাব না আর
মনে হয় না পূর্নজন্ম হবে অনির্বার!
চিরতরে হারিয়ে যেতে হবে হায়
অসীম কালের মোহনায়! !