কত দিন হল দেখিনি আমি আমার গাঁয়ের মুখ-
যার কোলে থেকে ,কষ্টের মাঝে ও দুর হত শত দুঃখ ।
কত দিন হল যাইনি আমি কচি ধানের ক্ষেতে-
যেথায় সকাল,সন্ধ্যায়,কাস্তে নিয়ে কাজে উঠতাম মেতে।
ঠান্ডা হাওয়ায় বুক জুড়াত ধানের ক্ষেতে বসে-
দুল,দুলিয়ে ধানের চারা হাওয়ায় উঠত হেসে।
আধাঁর হলে ঘাস মাথায় লয়ে ফিরে আসতাম ঘরে -
লেজ নাড়িয়ে খাইত ঘাস গরু আনন্দে মন ভরে।
রান্না হলে মা বলত খাবার খা এসে-
খাবার খেয়ে বই পড়ে শুয়ে পড়তাম শেষে।
সকাল হলে ঘুম থেকে উঠতাম আমি জেগে-
নেয়ে-ধেয়ে তৈয়ার হতাম স্কুল যাওয়ার লেগে!
শীত কালে খালের পাড়ে বসতাম আমি এসে-
শর্স্য ফুলের গন্ধ আসত হাওয়ায় ভেসে, ভেসে ।
বিভোর হতাম রাই,মটরের সবুজ রুপ দেখে-
মৌমাছিরা গুন,গুনাত পরাগ রেনু মেখে।
বিকালে গাঁয়ের মেয়েরা দলবেধেঁ তুলিত শাক,পাতা-
প্রকৃতির মাঝে আত্ম-আল্হাদে বলত মনের কথা ।
মুগ্ধ হতাম আমি অতি গাঁয়ের রুপ দেখে
ভাবতে এখন কষ্ট লাগে, শুধু স্মৃতি টুকু আছে মেখে!!!