ও তুই ক্যানে কলু
মোক ধরিছে ভীমরতি।
চুপে চুপে তুইও কি কম?
ওরে সোনার শ্রীমতী।।
চুপ করিয়া ডাকেয়া গেছিলু
সন্ধা বেলার কালোত
মোক দেকিয়া টোল পরিচোল
তোর ঐ নরম গালোত।
তুই নুকি-নুকি মারিস উকি
সামনোত আসিস না ডরে
এপাকে যে কলিজাখান মোর
ধড়ফড় ধড়ফড় করে।
মোর সাতে মিশলে কওতো
কি হইবে তোর ক্ষতি।।
ও...... সোনার শ্রীমতী
ও তুই ক্যানে কলু
মোক ধরিছে ভীমরতি।।
নিত্যাঙ নিত্যাঙ কাজ ফ্যালেয়া
দেকিবার আইসোঙ তোক
আশায় থাকোঙ তুই আইজ কবু
ভালবাসিস মোক।
তুই- মুখের কথা চোখদি কয়া
মুচকি মারি হাসিস
এ্যাতোয় যে মুই বুঝিয়া নেঙ
মোকে ভালবাসিস।
চোখের ভাষাতে বুঝিচুঙ মুই
আছে যে তোর মতি।।
ও...... সোনার শ্রীমতী
ও তুই ক্যানে কলু
মোক ধরিছে ভীমরতি।।
প্রকাশঃ- ১৬/০৬/২০২১ খ্রিষ্ট
সময়ঃ- বিকাল ০৫.৩০ মিঃ
স্থানঃ- পঞ্চগড় থানা চত্বর।