- মিজানুর রহমান
টিক টক টিক টক
টিক টক টং
সেজেগুজে হেলেদুলে
কত দেখ ঢং।
হেসে হেসে নেচে নেচে
কেহ মেলায় মুখ
কেহ কয় কেঁদে কেঁদে
নাহি তার সুখ।
টিকটকে মেতে ওঠে
কত রকম ভজা
মন ভরে চোখ জুড়ে
কত পায় মজা।
কিছু কিছু বেহায়াপনা
কিছু আলিঙ্গন
কতজনা আনমনা
মেতে উঠে ঠন ঠন।
টিকটক করে করে
হতে চায় হিট
কেউবা দেখে তা
লেগে যায় ফিট।
প্রকাশঃ- ২০/০৯/২০২১ ইং।