সারা জীবন খুঁজেও যারা পাওনি সুখের দেখা
তাদের জন্য আজকে আমার এই কবিতা লেখা।
সত্যিকারের সুখের দেখা যদি পেতে চাও
নিশি রাতে একলা একা নদীর ধারে যাও।
নদীর দিকে চেয়ে দেখো মাঝখানে তার চর
সেইখানেতে রয়েছে কত ছোট্ট কুঁড়েঘর।
বানভাসি ওই মানুষগুলো আছে কত দুঃখে
তাদের চেয়ে একটু হলেও আছো তুমি সুখে।
নদীর তীরে হেঁটে হেঁটে একটু সামনে যাও
ফাকা মাঠে দাঁড়িয়ে এবার চতুর্দিকে চাও।
তুমি ছাড়া নেই যে সেথা কাকপঙ্খীও কেউ
ধমকা হাওয়ায় নদীর বুকে উঠছে শুধু ঢেউ।
সেই হাওয়াতে তুমিও ও ভাই মেলে ধরো বুক
এবার বল পায়েছো কি না সত্যি কারের সুখ।