হাসিমুখে মায়ের কোলে উঠেছে তুমি বেড়ে
সেই দুঃখিনী মা আজ নেই গিয়েছে তোমায় ছেড়ে।
তোমার জন্য তোমার বাবা কত খাটুনি করে
ঠিকঠাক যেন ছেলেটা আমার স্কুলেতে পড়ে।
লেখাপড়ার খরচ জোগাতে ফেলেছে গায়ের ঘাম
যেন লেখাপড়া করে খোকা বয়ে আনে সুনাম।
লেখাপড়া শিখে যখন তোমার হল একটা ঠাঁই
ঠিক তখনই তোমার বাবা দুনিয়ায় আর নাই।
কত কষ্টে কত যতনে বাবা মা তোমায় লালন করে
আজকে তারা ঘুমিয়ে আছে মাটির নিচের ঘরে।
তাদের জন্য আজকে যদি দোয়া করিতে চাও
পিতা-মাতার যেথায় কবর সেই খানেতে যাও।
জিয়ারত করে সেথায় তুমি হাত দুখানা তোলো
তাদের লাগিয়া আজকে তুমি হৃদয় খানি খোলো।
তাদের লাগিয়া খোদার দরবারে কাঁদো দুহাত তুলে
হে খোদা তুমি কবর দুখানা ভরে দাও ফুলে ফুলে।
মাফ করে দাও পিতা মাতারে ওহে দয়াময়
আমার পিতা মাথার যেন বেহেস্ত নসিব হয়।
কাঁদিতে কাঁদিতে আখি গড়িয়ে ভিজাও তোমার বুক
এবার বল পেয়েছে কিনা কান্নার মহাসুখ।
            -ঃপর্ব চলবেঃ-