আল্লাহু আমার সৃষ্টিকর্তা
তিনি করিয়াছেন আমায় সৃষ্টি
আমার পানে তাইতো আল্লাহর
রয়েছে অপলক দৃষ্টি।
কোরআন আমার সংবিধান
তাই কোরআন মানিয়া চলি
সুন্দর ভুবন এ সৃষ্টিকর্তা
আল্লাহর গুণাবলী বলি।
হযরত মুহাম্মদ আল্লাহর দোস্ত
তাই তাহাকেও স্মরণ করি
যে পথে হাটিয়াছেন বিশ্বনবী
আমি চলিবো সেই পথ ধরি।
ইসলাম আমার ধর্ম:
নামাজ ফরজ কর্ম:
ইসলামের পথ ধরি,
নামাজ কায়েম করি।
মানুষ্য জাতির উপকারার্থে খোদা
আঠারো হাজার জিব করিয়াছেন সৃষ্টি
আশেপাশেই তাহা দেখিতে পারি
পড়িলে দুই নয়নের দৃষ্টি।
আলো, বাতাস, নদী, জল, মাটি
বৃক্ষলতা, খাদ্যশস্যে পরিপাটি,
কখনো খরা, কখনো বৃষ্টি,
সবই যে মোর খোদার সৃষ্টি।
এত সুন্দর ভুবন যে করিল দান
সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করি বারবার
জেগে ওঠো মুসলিম গাহি তারি গুনোগান
(আল্লাহু মহান) আল্লাহু আকবার।
লেখার তারিখ:- ২৪/০৭/২০২২ খ্রি,
লেখার স্থান:- পঞ্চগড়।