তুমি বড় মানি মানুষ সবাই তাহা জানে
আশ পড়শি পাড়া মহল্লার সকলে তোমায় মানে।
কপাল গুনে খুলে গেছে তোমার ভাগ্যের চাকা
ধন সম্পদের কমতি নাই আছে অঢেল টাকা।
গায়ে শক্তি টাকার শক্তি লোকও আছে বেশ
লাঠিয়াল আর চ্যালা চামুন্ডার নেই তো কোন শেষ।
একদা বিকেলে তোমার ছেলে স্কুল থেকে এলে
বলছে তোমায় মারছে আমায় মুকুল বানিয়ার ছেলে।
তুমি কত ক্ষমতাধর মুকুল বানিয়া তা জানে
তোমার শক্তির দাপট আছে সেও তাহা মানে।
ঘটনা শুনে ভাবছে মুকুল তুমি সামনে তারে পেলে
পিটিয়ে গায়ের ছাল তুলিবে নয়তো দিবে জেলে।
এবার গায়ের মাঝে মুকুল তোমার সামনে গেল পরে
তোমায় দেখে সে ভয়ে কাতর কি যেন কি করে।
সামনে তাহার গেলে যখন ভয়ে সে তো কাবু
পা জড়িয়ে ধরে বললো মাফ করে দাও বাবু।
বুকের তারে জড়িয়ে ধরে বল না আরে ভাই
পোলাপানের ঝগড়া নিয়ে ভয়ের কিছু নাই।
এবার দেখ উঠছে হেসে মুকুল বানিয়ার মুখ
শীতল হয়ে আসছে তাহার ভয়কাতরে বুক।
মুকুলের ওই শীতল বুকে মিলাও তোমার বুক
এবার বল পাইছ কি না ক্ষমার মহাসুখ।
-ঃপর্ব চলবেঃ-