ঘাটাখান কিন্তু সোজায় গেইচে
ঘাটার বগলের গ্রামগুলা নিন্দে আধমরা
দেওআত মেঘ, কুটকুটা আন্ধার আইত(রাত)
মিটমিট করি চ্যায়া দ্যাকে নিবুঝতারা।
ধুমা(ধোঁয়া) দিয়া আটকি যায় নিকাশ(নিঃশ্বাস)
তারপরেও বোল আছিলাম বেশ
নয়া যুগোত আসিল বোলে নয়া স্বাধীনতা
সগারে দাবি-দবাতে আউলি যায়চে দেশ।
দেশের এ্যলাবোল বেশ টলোমো অবস্থা
তোমরাগুলা কি বাচার মত বাচপার চান
তা ঘাটাখান সোজায় গেইচে জানিয়াও
ক্যানেবা তোমরা বাকা ঘাটাত যান।।
২২/১০/২০২৪ খ্রি: