সেকালে এক বংশীবাদক
এসেছিল বিকেলে আমাদের দেশে
আমরা যাদের উত্তরসূরী,
অর্থাৎ আমাদের পূর্বপুরুষ।
তাদের ছেলে বয়সে
অনেককে নিয়ে চলে গেছে দূরে
অজানা এক কালো পথে,
যে পথ আজও খুঁজে পাওয়া যায়নি!
নিয়ে গেছে জাদুর সুরে
নাকি বাঁশির মায়ায়?
দেশে এসেছিল করুন শোকের ছায়া
তারপর স্মৃতিময় গল্পে তাদের ঠাঁই।
একালেও বেজে চলেছে
আর এক মায়াবী বাঁশির সুর,
ছেলে বয়সী, যুবক কিংবা বৃদ্ধ
সেই বাঁশির মায়ায় ছুটে চলেছে
অন্ধকার অজানার পথে।
ভয়ংকর মাদকের নেশায় আকৃষ্ট হয়ে
তারা চলে যাচ্ছে নেশাখোরদের দলে।
তাদের দ্বারা প্রতিনিয়ত সংসারে,
সমাজে বাজে অশান্তির ঘনঘটা
তারা পথ হারালেও
তাদের ফেরানো এখনো সম্ভব।
কিন্তু আশা দুষ্কর! কেউ তাদের
ফেরানোর চেষ্টাটুকুও কি করে?
ইহাতে আজও আমি সেই
বংশীবাদকের মায়াবী সুর শুনতে পাই।
৩১/০১/২০২৪ খ্রি:
সকাল-১০.০০ টা:
মুন্সিপাড়া, রংপুর।