জন্মভূমির মোর সেই বাড়িটি
কি সুন্দর তার সাজ
দুই ধারে তার দাঁড়িয়ে আছে দুই
হাড়িভাঙ্গা আমের গাছ।
তিন ভাইয়ের দুইটি মেয়ে
চারটি হল ছেলে
সবাই মিলে সেথা একত্রিত হই
ঈদ পর্বন এলে।
হাসিখুশি আর কত আনন্দ
প্রাণে জাগে উল্লাস
ক দিন বাদে শেষ হয়ে যায়
একত্রের এই বাস।
ঈদ পেরুলেই ছুটে চলি আবার
যার যার চাকুরীর টানে
সেই বাড়িটি চেয়ে থাকে মোর
আবার ফেরার পানে।
লেখার তারিখ- ২৯/০৪/২০২৩ খ্রি :
সময়- বিকাল ০৫.৪০ মি:
স্থানঃ- মুন্সিপাড়া, রংপুর।