রাত্রি শেষে সকাল হলো,
পূর্ব গগনে ভোরের আলো,
আখি যখনি যায় খুলে;
শুরু: চিন্তাধারার ঘনঘটা
মস্তিষ্ক মাঝে বিজল ঠাটা
জিবন খানি যায় ঝুলে।
চলার মাঝে নানা জ্বালা,
কেন খুলেনা সুখের তালা?
কেন জিবনে আসেনা আলো?
দিনে কত চিন্তা বলো
কোন এমন সকাল হলো
রাত্রি'ই ছিল ভালো।
প্রকাশঃ- ১৮/০৪ ২০২২ ইং।