তোর বাপের ম্যাল্লা টাকা
মোর আছে কি??????
তোর সতে মোর ফারাক বোলে
পন্তা ভাতোত ঘি......।

শোন ছখিনা...
এই ফারাক ভাঙ্গতে যে মোর
ম্যালা আস্তা বাকি......
তাও আস্তা হাটিম রে মুই
তুই, নাদিস যদি ফাকি।

ছকিনা এ্যাকনা ধৈর্য ধরেক
শক্ত করেক মন.....
আর কয়টা দিন, তেই মোরও হইবে
আকাশ কুসুম ধন।

ছকিনারে তোরে বাদে
কান্দে যে মোর মন
কুনদিন হামরা ঘর বান্দিমো
শান্তি নিকেতন।

ইং- ১২/০৫/২০২২ খ্রিঃ।