আজও মনে পরে সেই স্মৃতি
হৃদয় নদীর হৃদবুকে
নিয়তির ডাকে সাড়া দিয়ে সে
কোন গ্রহে আজি আছে লুকে।
যে জন হারায় তার বুকে হায়
যন্ত্রনার এক জগৎ সৃষ্টি
অবুঝ হৃদয়ে মেঘ জমে হায়
শ্রাবণ মেঘের ঝরে বৃষ্টি।
জ্বলন্ত আগুনে পুড়ে গেছে প্রেম
ভেঙ্গে চুরমার স্বপ্নসাধ
সহিতে পারিনা আজো আমি
হৃদয়ে যে ওই আর্তনাদ।
কত ভালবাসা, কত মাখামাখি,
কত প্রেম আর কত প্রীতি,
কত পথচলা, কত কথা বলা
আজিকার দিনে সবই স্মৃতি।
ভালোলাগা ভালোবাসার পথ চলাতে
জানিনা কি যে ভুলে
স্বর্গীয় প্রাণ, খোদার-ই দান
তারে খোদায় নিয়েছেন তুলে।
লেখার তারিখ- ২২/০৮/২০২২ খ্রি: