বলেছিলে হাত রেখে হাতে
রইবা তুমি আমার সাথে
সুখে দুঃখে থাকবি পাশাপাশি,
সেই কাথাতে মন নিয়ে
এই জনমে ফাকি দিয়ে
আখি জলে করলা ভাসা ভাসি।
সাক্ষী আছে বনের লতা
শুনেছে তারা তোমার কথা
আরো সাক্ষী আসমানেরও চাঁদ
চোখে ভাসে তোমার ছবি
কোন জনমে আমার হবি
দিন কাটে তো কাটেনারে রাত।
বুকের ভিতর কষ্ট দিয়া
লুকায় গেলা কোথায় গিয়া
পৃথিবীতে আমায় করে একা
চালাকিটা বুঝেছি বেশ
প্রেমের ইতি প্রেমের শেষ
এই জনমে আর হবেনা দেখা।

ইং ১৯/০৯/২০২২ খ্রি,
        পঞ্চগড়।