নয়ন জল
টলমল
কেন বল?
কষ্টের ফল
কষ্ট কিসে?
কথার বিষে
কি সেই কথা?
নীরবতা
নীরব কেন?
এমনি যেন
এমনি কি আর
মনের কারবার
মন কি বলে?
একলা চলে
চলতে যেয়ে
হোচোট খেয়ে
স্বর্গ বাস
সর্বনাশ।

কথা খুঁজেছি
বেশ বুজেছি
সে করেছে বিয়ে
তোমায় ছ্যঁকা দিয়ে।

প্রকাশ:- ইং ১৮/০৭/২০২২ খ্রি,
সময়:- বিকাল ০৫.৩০ মি,