একটুখানি চায় - প্রেম হয়ে যায়
কেহ প্রেমে নাজেহাল।
অনেকখানি আসা - পাবে প্রেম ভালোবাসা
কেহ আশায় চিরকাল।
হিয়াতে হিয়া - প্রেমের হৃদয় বাধিয়া
কেহ আনন্দে নাচে।
প্রেমে রাঙ্গিয়া - আবার হৃদয় ভাঙ্গিয়া
কেহ কষ্টতে বাঁচে।
প্রকাশঃ- ০৪/০৯/২০২১ খ্রিঃ