সেই দিন আমার লুকিয়ে গেছে
হৃদয় মন অন্তরে....
সেই চাঁদ আমার ঘুমিয়ে গেছে
জাদুর এক মন্তরে......
সেই জাদুমন্ত্র পরলে মনে
ঘুম ধরে না ঘরে...... ।
ঘর থেকে বেরিয়ে আকাশ পানে
রাত্রি জেগে তারার তরে
বলবো কথা! সেই তারা'রে রেখেছে
মেঘে আড়াল করে......
সেই চাঁদের লাগিয়া আজও
আমার পড়ান কান্দেরে.........।
পঞ্চগড়
১৩/১০/২০২৪ খ্রিষ্ট।