এক গায়ে এক মেয়ে ছিল- (ধুন্দর,
না না ধুন্দর না, দেকতে বেজায় সুন্দর)!
তার ছিল এক সখের পুতুল- (শিতালী,
তার সাথে সে খেলত রোজে মিতালী);
তার ছিল এক পুতুল রাখার ডেকসো-
(ডেকসো নাতো ওইটা কাঠের বাকসো)।
বলতো সে তার পুতুলটাকে- (হেসে হেসে,
আদর করে চুমটি খেয়ে ভালোবেসে)
তোমায় ফাগুন মাসে বিয়ে দিবো- (থুড়ি,
আমায় ছেড়ে থাকতে পাবি বুড়ি)?
তখন বাড়ির উঠান হবে ফাঁকা-
(ফাঁকা কেন? আছে তো আমার কাকা):
তবুও ভীষণ কষ্ট হবে- (কাঁদবো একা একা
সকাল-সন্ধে তেমার সাথে রোজ হবেনা দেখা))।
তার চেয়ে বাপু থাক না এ সব- (তাতে,
সারা জীবন থাক না আমায় সাথে)
আমার যেদিন বিয়ে হবে- (হাড়ি
সেদিন আমার সাথে তুমি যাবি শশুর বাড়ি)।
প্রকাশ- ইং ১৬/০৭/২০২২ খ্রি,
সময়:- সন্দে ০৭.৩০ মি:
লেখার স্থান:- ডাহুক আবাসিক বিল্ডিং পুলিশ লাইন পঞ্চগড়।