আগে জানো প্রেমের রীতি
তারপর বুঝো মনের গতি
জেনে বুঝে করিও তুমি পিরিতি।
না জেনে প্রেমের রীতি
পিরিত করতে গেলে
সফল হয়না সেই পিরিতি
দুঃখ শুধুই মেলে
দু-একদিন তার পিছে ঘুরে
তারপরে প্রেম হয় ইতি
জেনে বুঝে করিও তুমি পিরিতি।
না বুঝে তার মনের গতি
যদি পিরিত করতে যাও
সেই পিরিতির টানাপড়ায়
কলিজায় হয় ঘাও
কদিন পর প্রেম যায়রে ভেঙে
হয় তখন সবই স্মৃতি
জেনে বুঝে করিও তুমি পিরিতি।
জেনে বুঝে রসিক মিজান
প্রেমের কথা কয়
বুড়া কালে যুবক যুবতীর সাথে
চাইলে কি প্রেম হয়
যদিওবা হয়ে যায় প্রেম
ঘোলাটে হয় পরিস্থিতি
জেনে বুঝে করিও তুমি পিরিতি।
প্রকাশঃ- ২৭/০৮/২০২১ খ্রিঃ.