মোর সতে তোর তোর সতে মোর
আর হইবে না আও
তুই গেলু যে মোক ছাড়িয়া
করি আর এক জনোক ভাও।
কও ক্যাংকরিয়া বাছিম এ্যালা মুই
আজ তুই মানুষটা হাড়া
আপন যে আর কাও থাকিল না
মুই নিজে নিজের ছাড়া।
তোরে সতে মোর প্রথম শুরু
পিরিত পিরিত খেলা
পরিত শিখি বুকোত মারলু ঠোকর
ভাসালু পিরিত নামের ভেলা।
জ্যান্ত লাশ মোর ভেলাত ভাসি
ভাটির পাকে যায়
ভিতোর কান্দে তোক ছাড়া মোর
বাছি উঠা দায়।
পিরিত শিখি পরাণটা মোর
যায় বুঝি আজ যায়.........
তাও বেহায়া মনটা ডাকায়
আয় বেহুলা আয়...........।
ইং ১১/০২/২২ খ্রিঃ।