চাঁপাইনবাবগঞ্জে ‘পাগলা’ নদী
আর কুমিল্লার নদী ‘পাগলি’।
দুজনার মাঝে অনেক দূরত্ব
পাগলা রাখে নাই "পাগলি'রে আগলি।
নেত্রকোনায় আছে,'সতা' নদী
লালমনিরহাট হাতীবান্ধায় 'সতি'
সাতা সতীর মিলন ঘটবে কি
যুগ জনম বা কোনবদি।
'মহিলা' নদী আছে দিনাজপুর,
পুরুষালি(পুরুষ) নদী ফরিদপুরে,
মহিলা পুরুষ নদী কেমন
দেখে আসো না একটু ঘুরে।
সিলেটে আছে ‘ধলা’ (নদী) আর
দিনাজপুরে আছে ‘কালা'(নদী),
অপেক্ষায় আছে একে অপরকে
কবে পড়াবে মালা।
সুনামগঞ্জের নদী ‘ডাহুকা’
পঞ্চগড়ের নদী ‘ডাহুক’
ডাহুক ডাকে ডাহুকা'রে
ডুগ! ডুগ-ডুগা-ডুগ-ডুগ।
লেখার তারিখঃ- ২২/০৫/২০২৪ খ্রি:
লেখার স্থানঃ- পঞ্চগড়।