কামাই কাজ পায় কম
আইত আর দিন
যেটে পায় ওটে শুতি
পাড়ে অয় নিন।
বিয়ান-বেলা পার হয়া
বেলা হইল দোপোর
নিন্দালু তাও নিন পাড়ে
শুতি আটালের উপোর।
নাক ডাকে ঘোতেং ঘং
মুখখান মেলি থাকে
মশা মাছি মুকোত ডুকলে
গিলি খায় তাকে।
দোপোর বেলা নিন্দালুর গা'ত
নাগে রইদের তাপ
তায়- বাড়ীয়ালী হাক ছাড়ি
ডাকায় মায়নার বাব।
শোনেনা তা পেট-টাতে
ঘুতা মারিল এক
চোখ খুলি নিন্দালু
হাসে ঘ্যাগ ঘ্যাগ।।

২৭/১১/২০২৪ খ্রি: