মন আকাশের স্বপ্ন তুমি
মন আকাশের জল
মনের সাথে মনের ঢেউ
মন মাঝে কোলাহল।
মন আকাশের স্বপ্ন তুমি
আমার মনের মাঝে
তোমার মনের অব্যক্ত সুর
আমার মনে বাজে।
মন আকাশের স্বপ্ন তুমি
মনের ময়না পাখি
তোমার আঁচলে শান্তি পেতে
শুধুই স্বপ্ন আকি।
মন আকাশের স্বপ্ন তুমি
স্বপ্নমাখা চোখ
মনের জন্য মন সোহাগী
তুমি..........
আমার আপন লোক।