মুই আর হাসোঙ না
বেড়ায় না মোর হাসি
স্বপ্ন আসা ভালবাসা
সউক হইচে যে বাসি।
মুই নিন পারোঙ না
নিশাচর হয়া থাকোঙ
চোখের ভিতরার স্বপ্নগুলা
বালিশেতে মাকোঙ।
মুই গান গাও না
অল্প সল্প লেখোঙ
অকে নিয়া লেখোঙ গান
ধান্দায় অকে দ্যাকোঙ।
মুই আকাশের ভিতি চেয়া চেয়া
দ্যাকোঙ তারার খেলা
তারা গুনিয়া রাত কাটি যায়
ভালোয় আচুঙ এ্যালা।
লেখার তারিখ:- ৩০/০৭/২০২২ খ্রি,