কোন্টে বাহে আয় দেখি যা
গাছোত চরিছে ব্যাঙ
আচুলে ভরা গোটাল গাওখান
চারখানা তার ঠ্যাঙ।
চোখ দুইটা তার মাথার উপর
পেটকোনা টিমটিম
গাছের ডালোত বসিয়া খায়
পোকামাকড়ের ডিম।
গাছেই নাকি ঘরবাড়ি তার
গাছের ধোন্দে থাকে
মশা মাছি দেকলে পরে
জিহ্বার তালুত মাকে।
দেড়শো গ্রাম ওজন তাহার
জিহ্বা আড়াই হাত
জিহ্বা দিয়া শিকার ধরি
করছে বাজিমাত।
(#গেছোব্যাঙ)
লেখার তারিখঃ- ২৭/০৬/২০২২ খ্রিঃ।
সময়ঃ- বিকাল ০৫.০০ টা।
স্থানঃ- পঞ্চগড়।