আহারে! দরদী নারী
শিশুকালে বাপের বাড়ী
বাব মায়ের কাছে রে তুই
আদরের দুলালী।
যৌবনে পা দেসরে যখন
ও দরদী নারী
বাপো মাওয়ে দেয়রে বিয়া
ও তুই যাসরে পরার বাড়ী।
পরার ছেলের সাথেরে তুই
বাধলু যখন ঘর
সেই ঘরটা শ্বশুর বাড়ী
তুই নারী যে পর।
শ্বশুর শাশুড়ি বয়স ফুরি
গেল দুনিয়া ছারি
শ্বশুর বাড়ীটা নাম বদলেয়া
হইলরে স্বামীর বাড়ী।
স্বামীর বাড়ীর ঘানি টানি
বয়স হইল তোর ভারি
স্বামীর বাড়ীর নামটা তখন
হইল রে ছেলের বাড়ী।
বাপের-বাড়ী শ্বশুর-বাড়ী
স্বামীর-বাড়ী ছেলের বাড়ী
আরো কতরে ঠাই......
নাই নাই নাই দরোদিনি মায়ের
নিজের বাড়ী নাই।
প্রকাশঃ- ১৪/০৬/২০২১ খ্রিষ্ট
সময়ঃ- বেলা ১২.৩০ মিঃ
স্থানঃ- পঞ্চগড় সদর থানার এসআই কক্ষ।