ফান্দেয়া পিরিতির ফান্দোত
কইনা করলু ও-মোর সর্বনাশ
ও-রে কি পিরিত শিখিয়া গেলু
এ্যালা কষ্টে থাকোঙ বারমাস।।
ও মোর সোনার কইনা ও........
নিছনুঙ তোকো আপন করি
ও-রে দিছনুঙ তোকে মন
তুই কইনা মোর মন ভাঙ্গিয়া
দুঃখ দিলু-রে তিন টন।
মোর কইলজা খান ছিঁড়ি নিয়া
কার ঘরোত আইজ করিস বাস
ও-রে কি পিরিত শিখিয়া গেলু
এ্যালা কষ্টে থাকোঙ বারমাস।।
ও মোর সোনার কইনা ও........
সাড়া রাইতে ঘুম ধরেনা
ও-মুই একলা জাগি থাকোঙ
ম্যালা দুঃখ দিছিস-রে মোক
দুঃখ কোন্টেকোনা রাখোঙ।
কষ্টতে মোর বুক ভাসি যায়
বুকের ভিতরা আষাঢ় মাস
ও-রে কি পিরিত শিখিয়া গেলু
এ্যালা কষ্টে থাকোঙ বারমাস।।
ও মোর সোনার কইনা ও........
খাল পাগারোত ফ্যালালু মোক
ও-রে আরো ভাসালু বানে
ময়না গাছের কাটা-গুলা
হায়রে! মিজানের বুকোত হানে।
কোন মতনে আচুঙ বাছি
মানষি কয় মোক জ্যান্ত-লাশ
ও-রে কি পিরিত শিখিয়া গেলু
এ্যালা কষ্টে থাকোঙ বারমাস।।
প্রকাশঃ- ২৭/০৬/২০২১ খ্রিঃ
সময়ঃ- বেলা ১২.০০ টা
স্থানঃ- পঞ্চগড়।