রোদ দুপরে ম্লান মনে
হাটিতেছিলাম একা
হঠাৎ করে নদীর কুলে
একটি শিশুর দেখা।
জিজ্ঞেস করিলাম আদর করে
একটু ভালবেসে
হেসে হেসে উত্তর দিল
বাড়ী তার চীন দেশে।
চীন দেশ সেতো অনেকদূর
এসেছো কাহার সাথে
গোমড়া মুখে বলে বলবোনা,
নিশেধ আছে তাতে।
আচ্চা বলিওনা, তো
এখন কোথায় যাবে
একটুখানি হেসে বলে
আইস্ক্রিম খাবে।
ইং ০৪/০৮/২০২২ খ্রি,