কচিকাঁচা ছেলের-দলে
একসাথে খেলাতে চলে
হইচই আরো কত কোলাহল।
পুকুরে সাঁতার কাটে
কিংবা নদীর ঘাটে
দাপাদাপি করি করে ঘোলাজল।
ছোটাছুটি লাফালাফি
কিংবা ঝাপাঝাপি
কত রকম, কত কি খেলা'রে।
কই খাই কই যাই
চিন্তা ভাবনা নাই
কোথা হতে কোথা যায় বেলা'রে।
একটু ঝগড়া হলে
কেউবা কিছু বলে
মুটি হাতে বুকেতে চাপড়ায়।
কেউবা ভেংচি দিয়ে
একটুকু ভাব নিয়ে
বলে দাঁত ফেলে দেবো থাপড়ায়।
কেউ বলে ছ্যাছ্যা দেবো
কেউ বলে দেখে নেব
কেউ বলে ঘুসি দেব নাসিকায়।
কেউ বা মুখে হাকে
কেউ বুকে বল রাখে
কাহারো ভাব দেখিয়া হাসি পায়।