দারুন একটা মজার খবর
কেউ শুনেছ ভাই
খাদকদের খাবার প্রতিযোগিতা
খবরটা দারুন তাই।
একজন হল মংলু খাদক
খেতে পারে অনেক কিছু
আর একজন হল ভুট্টু পেটুক
সেও নাই তার পিছু।
ওজন তাদের সমান সমান
দুইশত কেজি করে
হাঁটিলে তাদের সামনের দিকে
পেট যেন ঢলে পড়ে।
মংলু! সেতো বেজায় খাদক
গোটা গরু খাওয়ার বীর
আর ভুট্টু! সেও নাকি খায়
সাড়ে তিন মন ক্ষির।
পারুলীয়ার হাই স্কুল মাঠে
এই প্রতিযোগিতা হবে
খাওয়া দেখিতে চারিদিক হতে
ছুটিয়া আসিল সবে।
ভীষণ ভিড়ে স্কুল মাঠটি
লোকে হলো লোকাকার
মহা চাপাচাপি দাঁড়াবার ঠাই
কোনখানে নাই আর।
শুরু হলো এবার খাবার পালা
দুজনে খাচ্ছে বেশ
দশ পাতিলের ভাত মাংস সব
নিমিষেই করিল শেষ।
ডিজিটাল পাল্লায় মাপিয়া তাদের
দেখা গেল খাওয়ার পরে
দুজনের ওজন বেড়েছে তাদের
দেড় শত কেজি করে।
১৪/০৪/২০২৩ খ্রি:
পঞ্চগড়।