খোকা কি চাও, আর্টের খাতা
আর্ট পেন্সিল আর জলের-পাতা
বাটার কুকিজ, চকলেটি কেক
চকো ফান, চকলেট আধেক,
খেলনা- বন্দুক, গুলি, ছুরি,
উড়ান্ত ট্রেন, রঙ্গিন ঘুড়ি।
সোনা বাবা.............
তোমার কথা কি খেলতে পারি
দাঁড়াও নিয়ে আসছি তাড়াতাড়ি।
খুকি কি চাও, জিন্স টপস,
পেন্সিল হিল, জামাটা ফবস,
ফ্রেশ ওয়াশ আর কুন্তলীন,
হাতের চুড়ি, বোতাম, পিন,
সানগ্লাস আর ভ্যানিটি ব্যাগ
বই-পুস্তক রাখার রেক।
সোনা মা.........
তোমার কথা কি ফেলতে পারি
দাঁড়াও নিয়ে আসছি তাড়াতাড়ি।
তুমি কি চাও, জামদানি,
থ্রি পিস দুটো পাকিস্তানি,
কসমেটিকস হবে ইন্ডিয়ান,
তেল শ্যাম্পু কোরিয়া জাপান,
সোনার আংটি, সোনার চুড়ি,
ফেন্সি জিনিস থোরা থুরি,
(ঘরের সাজ আসবাস
চেঞ্জ হবে তাও মাস মাস)
সেনা বউ.........
তোমার কথা কি ফেলতে পারি
দাঁড়াও নিয়ে আসছি তাড়াতাড়ি।
নিজে আর কি চাই? সবই গলদ
দিব্বি খেটে যাও কলুর বলদ।
লেখার তারিখ:- ২২/০৭/২০২২ খ্রি: