হামার জগার শখ হয়েছে
খিচুড়ি খাবার বাদে
খিচুড়ী খিচুড়ী করিয়া জগা
দিনে আইতে কাঁদে।
ইয়াক কয় উয়াক কয়
কাও শোনে না আও
কওয়া কয়ী কান্দা কান্দি
যাইবে কি তায় ফাও ।
তাইতো জগা নিজে নিজে
আশা নিয়া মনোত
খিচুড়ী আন্দিবার বাদে গেলো
আন্দোন ঘরের কোনোত।
আকাঁর ভেতর খড়ি দিয়া
পাতিল দেইল তুলি
ক্যাংকরি আন্দিবে খিচুড়ি
সব গেইচে অয় ভুলি।
পাতিলোত পানি ডালি দিয়া দেখে
ঘরোত নাই চাল
চাল নাইতা আঠা তো আছে
মাখলো আটা আর ডাল।
আটা ডাল একটে মাখিয়া
পাতিলোত দেইল ডালি
লাউ না প্যায়া কুমড়া কাটিয়া
ছারি দেইল এক ফালি।
পিয়াজ রসুন এর বদলে জগা
কচু দেইল কাটি
আদা হলুদ দেইল মিচ্চিয়্যানা
লবন দেইল এক বাটি।
এইবার জগা মনের সুখে
নাকড়ি দিয়া নাড়ে
আটা ডাল একটে হয়া
আস্তে আস্তে বাড়ে।
জগার খিচুড়ির বাসনা শুখিয়া
উলটে নাড়িভুঁড়ি
সেই খিচুড়ীর নাম মানষি দেইল
জগাখিচুড়ী।
প্রকাশঃ- ০৪/১১/২০২১ খ্রিঃ
স্থানঃ- পঞ্চগড় সদর থানা ভবন পঞ্চগড়।