যেদিন দিন ফুরাইয়া
এই দুনিয়ার কুল ঘেসে
ভেসে ভেসে যাব আমি
মাটির নিচের তলদেশে।
সেদিন কাঁদবে কি কেউ?
আমার জন্য রাত জেগে
অবিরাম অশ্রুধারা
ঝরবে কি তার? স্রোত-বেগে।
নাকি আমায় নিয়ে পাড়াগাঁয়ে
উঠবে সমালোচনার ঝর
লোক টা বেজায় মন্দ ছিল
ভীষণ স্বার্থপর।
নাকি আমার জন্য ফেলবে নিঃশ্বাস
সকলি করবে হায় হায়
এই জামানায় এমন মানুষ
পাওয়া বড় দায়।
যেদিন ভুবন ছেড়ে
যাব আমি অচেনা অচিনপুর
এই পৃথিবী থেকে সেথা
দুর থেকে বহুদূর।
সেদিন পড়বে কি কেউ?
আমার লেখা গল্প কবিতা ছড়া
পড়তে পড়তে চক্ষু তাহার
হয়ে যাবে ছানাবড়া।
নাকি আমার লেখা বেজায় খারাপ
চোখ বুলাবে না কেউ
লেখা গুলি সব ভাসিয়ে নিবে
অজানা নদীর ঢেউ।
নাকি আমি থাকবো বেঁচে
আমার লেখা গল্প কবিতায়
যুগ যুগ ধরে বহুদিন পরে
এই সোনার বাংলায়।