গেল পরশু-রাত; সেদিন ছিল
বৃহস্পতি কি শুক্রবার
মোড়ল বাড়ি'র চুরি হয়েছে
তিনটি গাভী একটি ষাড়।
খবর শুনেছ: আজকে দাদা
বিসারু চোর পরেছে ধরা
থানায় গিয়ে দেখে এলাম
চোখ দুটো তার ছানাবড়া।
মিজান দারোগা বেজায় করা
যদি কেহ দাদা পরে ধরা
এমন মন্ত্র ঝাড়ে তারে
বেচেথেকে হয় আধা মরা।
ব্যাটা 'ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি'
টেরটা পাবে আজ এখনি
গরম পানি আর সিদ্ধ ডিম
লাঠিতে মাখা ঘি মাখনি।
"আজকে ওরে বিসারু মামা
পিটিয়ে তোমায় করবে ধামা"
গরু চার'টে কোথায় রেখেছে
বেরোবে তাহার চোরাই-নামা।
পুলিশি জেরায়; বিসারু মামার
চোরের চুরকুটো বুদ্ধি শেষ ;
উপায় অন্ত না পেয়ে সে
মুখ খুলিলো অবশেষ......।
ষাঁড় গরুটি জবাই করেছে
মংলু কসাই; কাজল দীঘির ঘাটে
গাভী তিনটি বিক্রি করেছে
সে নিজেই ভজনপুরের হাটে।
আদালতে হাজির হয়ে বিসারু চোর
চুরির ঘটনা স্বীকারোক্তি করে
চুরি করা চারটি গরু বিকিয়েছে সে
আড়াই লক্ষ দরে।
ইং ১৫/০৭/২০২২ খ্রিঃ
সময়- রাত ০৭.৫০ মিঃ।
লেখার স্থানঃ- ডাহুক আবাসিক বিল্ডিং পুলিশ লাইন পঞ্চগড়।