মুই বিদুয়া বেটিছাওয়া, মুই ভাতার ছাড়া
মুই হনুঙ ধানকাটার পর ফ্যালে থোয়া নাড়া
চ্যাংড়া বুড়া জুয়ান মরদ
মোর পাচপাকে সগায় খাড়া।
এত্তি ওত্তি এ্যাকনা বেরবার গেইলে
যদি দেখা হয় যাওয়া আইসার ঘাটাত
যাচিয়া আইসে বগলোত চাপি
ফ্যালেবার চায় পিরিতির আঠাত।
ইস! কি মোর নগত পিরিতি
জাহানখান মোর কিলবিল করি ওটে
এমনি হনুঙ মুই কপাল পোড়া
এ্যগলা কি খালি মোরে সামনোত জোটে।
দেহার অক্তত আগুন ধরি যায়
মনটা কয় এই ব্যাটাছাওয়া গুলার
টুটি চিপি ধরোং
একটার পর একটা আপদ
দুনিয়া থাকি বিদায় করোঙ।
              -------------

ভাতার>স্বামী
ফ্যালে থোয়া>ফেলে রাখা
পাচপাকে>পিছনে
সগায়>সকলে
এত্তি ওত্তি>এদিক ওদিক
ঘাটাত>রাস্তায়
বগোলত>পাশে
অক্তত>রক্তে
টুটি চিপি ধরোং>গলা চেপে ধরি

নেকার তারিখ- ৩১/১০/২০২৩ খ্রি:
সময়- বিয়াঙ্কা ০৮.৩০ মি:
নেকার জাগা- পঞ্চগড়