আইসো আইসো আইসো হামার
নয়া সোয়ামী ধন
তোমার বাদে বান্দি থুইচুঙ
এই-না নারীর মন.....
ও সোয়ামী ধন রে ও সোয়ামী ধন।
রংপুরিয়া চেংরি তোমরা
কোন আসমানের চান
চানমুখি ঐ রুপ দেকিয়া
মনোত ধরিছে টান........
মনোত ধরিছে টান রে মনোত ধরিছে টান।
ও সোয়ামী কওরে কথা
খাও'রে বাটার পান
বগলোত বসিয়া আইজ মুই
গাইম ভাওয়াইয়া গান...
ও সোয়ামী ধন রে ও সোয়ামী ধন।
পাগলা হয়া আসনুঙ রে মুই
নয়া সাগাই'র টান
আরো পাগলা করি দেইল রে
তোমার হাতের পান.....
মনোত ধরিছে টান রে মনোত ধরিছে টান।
বিছানা পারি থুইচুঙ ঘরোত
ও সোয়ামী ধন
তোমার বাদে মনটা যে মোর
হইছে উচাটন......
ও সোয়ামী ধন রে ও সোয়ামী ধন।
প্রকাশের সময়ঃ- ইং ০৫/০৪/২০২১খ্রিঃ।
স্থানঃ- মুন্সিপাড়া, রংপুর।