একি ভাই দেখি একি
অন্ধকার অনাচার
দেশজুড়ে মুখে মুখে
বিদ্যুতের সমাচার।
এই এলো এই গেলো
লোডশেডিং বারবার
হারিকেন আর কুপিবাতি
আছে ভাই কার কার।
ধোয়ামোছা করে নে না
পুরনো সেই হারিকেন
হাটে যাবার সাথে নিও
কেরোসিনের জারিকেন।
বিদ্যুৎ ব্যবহার কমাতে মশাই
টিভি মিডিয়ার সামনেই
বিদ্যুৎ উৎপন্ন বাড়াতে যে
কারো ভাই নাম নেই।
আলোচনায় সমালোচনায়
বিদ্যুতের ডিজিটাল
হাতপাখা হাতে নে ভাই
ফিরে যাই কলিকাল।
লেখার তারিখ:- ইং ২০/০৭/২০২২ খ্রি:
সময়:- রাত্রি ০৩.৪৫ মি,
(গরমে তে গা জ্বলে
ঘুম আসে না তাই কলম চলে)।