লাগাম টানি হাসছি আমি
আনন্দে গান গাইতে চাই
আনন্দ হাসি ভালবাসি
বক্ষে যে তার নাইতো ঠাই।
সকল সুর হারালো দূর
গলায় আজি ছিন্ন সুর
অন্ধকার! আসিলো আমার
তার তো রাঙ্গা দিন দুপুর।
কাল বাতি আঁধার রাতি
শয়নে আসে নয়নে জল
টাকার কাছে হাড় মেনেছে
লুণ্ঠিত হায়! প্রেমো ফল।
বিরহ ব্যাথা প্রতিনিয়ত
তবুও মনে সিক্ত সুর
পর জনমে তাহার সনে
দেখা হবে তো? অচিনপুর।
লেখার স্থানঃ- মুন্সিপাড়া, রংপুর।