কোথারে রে ভাই কোথারে দেখে যাবি আয়না
দারুন আলুর ফলন তবে আলু কেহ খায়না।
আলু চাষি কৃষকগোষ্ঠী ন্যয্যের দাবিদার
ব্যবসায়ী মহলে চলছে মারাত্মক কারবার।
আলু কেহ খায় না কোল্ডষ্টোরেজ নেয় না
কথার শুর শুনিয়ে...
কালোবাজ ব্যবসায়ী কৃষককে ঠকিয়ে ন্যয্যটা দেয় না।
ক'দিন পরে দেখ ভাই দেশে আর আলু নাই
শুর গেলো পাল্টে
কেনা দাম ছাড়িয়ে তিনগুন বাড়িয়ে
কি চমৎকার চালটে।
প্রকাশের তারিখঃ- ১২/০৩/২০২১ ইং
বেলাঃ- ১১.০০ টা।
স্থানঃ- পঞ্চগড়।