গ্রাম যদি যায় ডুবে
হঠাৎ বৃষ্টি এসে
প্রবল স্রোতের ধারায়
দেহ যদি যায় ভেসে?
বাঁচার চেষ্টার সুযোগ
নাহি যদি আমি পাই
চিৎকার করিয়া করিয়া
যদি বাঁচিতে চাই!
স্রোতের কাছে মিনতি করে
লাভ কি হবে বলো?
নিয়তির কাছে আত্মসমর্পণ:
দেহ নিয়ে-ই চলো।
স্বপ্নের গ্রাম ছেড়ে
ধীরে ধীরে আড়াল হব
সৃষ্টি কর্মের মাঝে
চিরদিন বেঁচে রবো?
এমন কিছু কি আলো
করিতে পারিয়াছি সৃষ্টি?
প্রজন্ম যাহার পানে
রাখিবে অপলক দৃষ্টি!
যাহাতে স্মরণ করিবে ভুবন
এমন কিছু সৃষ্টি করিতে চাই
পারিনা, ব্যর্থ চেষ্টা
অন্ধকারেই রয়ে যাই।
প্রকাশঃ- ১৪/০৫/২০২২ খ্রিঃ।
সময়- বিকাল ০৫.০০ টা।