আমি মেয়ে আমার কি আর থাকতে আছে ঘর
শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সবই আমার পর
উঠতে-বসতে, চলায়-বলায় সব কিছুতেই ভুল
একটা কদম পা বাড়ালেই সমাজ টানে চুল
চায় না সমাজ হাঁটি আমি বড় রাস্তা ধরে
তাই তো আমায় বন্দী রাখে চার দেয়ালের ঘরে
ঘর ছেড়ে বাইরে এলেই বেশ্যা বলে সবাই!
মেয়ে তুমি ভীষণ ভালা? বেশ্যা তবু হবাই
আমি মেয়ে পণ্য কেবল তাদের যৌন ভোগে
সমাজটা কী সুস্থ বলো? ধুকছে মনঃ রোগে
জাগো মেয়ে জাগো এবার নিজের মতো করে
আর কতকাল বন্দী রবে, অমন বদ্ধ ঘরে?
জাগলে তুমি বদলে যাবে এই সমাজের ধারা
লাথি মেরে ভাঙো মেয়ে হও গো বাঁধন হারা
কিসে ভালো মন্দ তোমার? ঠিক করবে তুমি
মানুষ তুমি, হবে কেন কারো শস্য ভূমি?