১
জল তেষ্টায় বুক ফেটে চৌচির
অথচ, জলেই বসতি !
২
তোমাকে দেখি, অপলক দেখি
হাত বাড়িয়ে ছুঁতে পারি না;
তুমি যে আমার নও !
৩
তুমি নও, সিগারেটটাই আপন
দু'পয়সায় সে দু'ঠোটে লেপ্টে থাকে
তুমি কেবল অজুহাতের পাহাড় দেখাও ।
৪
এবার রোদ্দুরকে পুড়িয়ে মারব
আমি মরব, তোর শীতল ছোঁয়ায় ।
৫
তোমার সরলতা আমাকে মুগ্ধ করে না
বিষাদের পেয়ালায় চুবিয়ে মারে ।
৬
আস্তে আস্তে রং হারাচ্ছি
পুরোন দেয়ালটার মত
হয়ে যাচ্ছি শিরোনামহীন ।