আকাশে উড়তে কার না ভালো লাগে ?
উড়েছি আজ অনেকটাক্ষণ;
উড়িয়েছি তাঁকে।

ঘুরেছি সবুজ জল
মেঘের দেশে।

ভালোবাসায় অবগাহন
ভিজেছে তনু-মন;
ভিজিয়েছি তাঁকে
আপাদমস্তক ভিজিয়েছে সে।

সরোবরে অজস্র পদ্মর
শরীর ছুঁয়েছি;
ডোরাকাটা ফড়িং ডানায় চরে
আমি আর কলাবউ।

ভালোবাসার বৃষ্টিতে
ভিজেছি দু'জন অনেকটাক্ষন।