যাচ্ছি;
কিন্তু...
তবুও প্রতিহত করতে চাইছি যাওয়াটাকেই প্রতিনিয়ত।
একটা দীর্ঘ যাত্রার ক্লান্তির ঘুমে
সেই অসীম দীর্ঘ রাতের কাছে যাচ্ছি আমি নিয়ত।
অন্ধকারে নয়,
আলোতে ঢাকা এক মনোরম স্বপ্নে
আরও সবাই ঘুমোয় এমন ঘুম...
নিঃসীম অনন্তে নিঝুম।
এমন করেই কি চিরকাল ঘুমোয় কেউ?
নাকি কেউ একা, বা কারোও সাথে একসাথে
জেগে ওঠে, অন্য কোথাও গৌরবময় দিনে;
খুঁজে নিতে চূড়ান্ত কালজয়ী মুক্তির প্রক্রিয়া!
আমার না দ্যাখা ঘাসজমিতে হেঁটে যাই আমি
সন্ধ্যার শীতে, স্ফটিক জলপ্রবাহের গন্ধের মাঝে
আমার মনের চিলে-ছাদে,
ভুলে যাওয়া স্মৃতি গুলো হাতরিয়ে...
দেখি আত্মার গভীরে নীল গৌরব ছদ্মবেশে বাঁধা।
এই ঘুম ছায়াপথ পার হয়ে দেখি
অনেকেই উঠেছে জেগে...
নতুন জমিতে নতুন সবুজ ঘাসে,
বিশাল গাছের ছায়ায় ক্লান্তি মুছে রেখে।
অন্ধকারে নয়,
আলোতে ঢাকা এক মনোরম স্বপ্নে
আরও সবাই জাগে এমন ঘুমে...
নিঃসীম অনন্তে, নিঝুম।
সেই অসীম দীর্ঘ রাতের কাছে যাচ্ছি আমি নিয়ত,
একটা দীর্ঘ যাত্রার ক্লান্তির ঘুমে
তবুও প্রতিহত করতে চাইছি যাওয়াটাকেই প্রতিনিয়ত;
কিন্তু,
যাচ্ছি...